খুলনায় ৭১ এর সাংবাদিকের হাতে হাতকড়া প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ

খুলনা ব্যুরো: খুলনা ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থার সংবাদ সংগ্রহকালে ৭১ টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুকে লাঞ্ছিত করেছে ওয়াসা প্রকল্পের চায়না কর্মকর্তারা।
খবর পেয়ে কেএমপির  ট্রাফিক পরিদর্শক (শহর ও যানবাহন) রেজাউল বাশার ঘটনাস্থলে হাজির হয়ে ওই কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক পান্নুর হাতে হাতকড়া পড়ায়।
আজ রবিবার (৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে নগরীর জোড়াগেট এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে পান্নুকে লাঞ্ছিত করার খবর পেয়ে খুলনার কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এ ঘটনার প্রতিবাদে খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করেন। ফলে সড়কের দু’প্রান্তে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়। খুলনা সিটি মেয়র এসময় দোষী পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান।
উপস্থিত পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলে সাংবাদিকরা অবরোধ প্রত্যাহার করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.