খুলনায় বিকেল ৫টার পর বাজার-মুদি দোকান বন্ধ ঘোষণা 

খুলনা ব্যুরো: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে খুলনায় বিকেল ৫টার পর বাজার-মুদি দোকান বন্ধের নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে খুলনা জেলা প্রশাসন। আজ রবিবার থেকে প্রতিদিন বিকেল ৫টার পর বাজার, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ থাকবে।
আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে আজ বিকেল ৫টার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দোকান, সকল বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতা মুক্ত থাকবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহানগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.