খুলনায় ফ্রি সবজি বিতরণ করলো “স্বপ্নছায়া” 

খুলনা ব্যুরো: খুলনায় ফ্রি সবজি বিতরণ করলো “স্বপ্নছায়া” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। করোনা ভাইরাসের কার ণে কর্মহীন, হতদরিদ্র ১২০ পরিবারের মাঝে ফ্রি সবজি বিতরণ করে তারা।
আজ শনিবার (২০ জুন)  মহেশ্বরপাশা আলিম মাদ্রাসার মাঠে সবজি বিতরণ করে স্বপ্নছায়ার সদস্যরা। সবজির মধ্যে ছিল আলু, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পুঁইশাক, পটল, কাঁচা মরিচ ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের পরিচালক  নিরব হোসেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আ: রাজ্জাক, সাবেক কাউন্সিলর ও ১ নং ওয়ার্ড আ’লীগ সভাপতি শাহাদাত হোসেন মীনা, আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও: ইয়াহইয়া, ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব চাঁন মিয়া হাওলাদার, ব্যাচ ৯৪’ ল্যাবরেটরি স্কুলের সদস্যগন এবং সংগঠনের সদস্যবৃন্দ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.