খুলনায় পাইকগাছায় হরিণে মাংসসহ সোস্যাল ইসলামী ব্যাংক ম্যানেজার ও এক কর্মচারী আটক

খুলনা ব্যুরো: খুলনার পাইকগাছায় হরিণে মাংসসহ সোস্যাল ইসলামী ব্যাংক ম্যানেজার ও এক কর্মচারীককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ব্যাংক ম্যানেজার জহুরুল ইসলাম ও কর্মচারী ফিরোজ আহম্মেদ।

মামলা সূত্রে জানা গেছে, থানা পুলিশের এস আই মিন্টু মিয়া গোপন সংবাদের ভিত্তিতে পাইকগাছা পরিবহন কাউন্টার এলাকা থেকে গত বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) রাত ৮ টায় ব্যাংক ম্যানেজার জহুরুল ইসলাম ও কর্মচারী ফিরোজ আহম্মেদকে আটক করে। আটকৃত জহুরুল কুষ্টিয়া জেলার জুগিয়া গ্রামের মৃত আঃ মান্নান এর পুত্র ও ফিরোজ উপজেলার লস্কর গ্রামের সাত্তার গাজীর পুত্র। এসময় তাদের কাছ থেকে আড়াই কেজি হরিনের মাংস উদ্ধার করা হয়।

এবিষয়ে থানায় ৪ জনের নামে মামলা হয়েছে। অন্যরা হলেন দক্ষিন সলুয়ার জগবন্ধু কুমারের ছেলে সমর কুমার ও নুর ইসলাম।।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিটিসি নিউজকে বলেন, আসামীদের মামলা দিয়ে কোর্টে সোপার্দ করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.