খুলনায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে গ্রেফতার সাংবা‌দিক হেদায়েত জা‌মি‌নে মুক্ত

খুলনা ব্যু‌রো: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’র খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা জা‌মি‌নে মুক্ত হ‌য়ে‌ছেন। আজ বৃহস্প‌তিবার সন্ধ্যা পৌ‌নে ৭টার দি‌কে খুলনা জেলা কারাগার থে‌কে তি‌নি মু‌ক্তি পান।

এর আগে আজ দুপু‌রে খুলনা জেলা ও দায়রা জজ ম‌শিউর রহমা‌নের আদাল‌তে জা‌মিন আবেদন মঞ্জুর হয়।

মামলার বিবরনী ‌থে‌কে জানা গে‌ছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে খুলনা-১ আসনের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ ও দৈনিক মানবজমিন পত্রিকায় ‘খুলনা-১ এ ভোটারের চেয়ে ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে!’

শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদ প্রকাশের কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও নির্বাচনসংশ্লিষ্টদের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কারণে ‘বাংলা ট্রিবিউন’র খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিনের খুলনার স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের বিরুদ্ধে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী ৩১ডি‌সেম্বর সকালে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। গত ২ডি‌সেম্বর হেদা‌য়েত‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.