খুলনায় চিকিৎসক নেতার চেম্বার থেকে ইয়াবা-গাঁজা উদ্ধার, নারীসহ আটক-২

খুলনা ব্যুরো: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার প্রচার ও জনসংযোগ সম্পাদক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সুমন রায়ের চেম্বার থেকে মাদক, মাদক সেবনের সরঞ্জামাদি ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ সময় আসাদুজ্জামান হিরা (৩০) ও অথৈ (২২) নামে তার দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

দীর্ঘদিন পর্যবেক্ষণের পর খুলনা জেলা প্রশাসন ও খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আজ সোমবার (০৯ নভেম্বর) বিকেলে যৌথভাবে “হেলথ গার্ডেন” নামের ওই হাসপাতালে অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা, গাঁজা-ইয়াবা সেবনের সরঞ্জামাদি এবং নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ছিলেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম নূর বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, ‘ডা. সুমন রায়ের কক্ষ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। সেখানে বিদেশী মদের বোতল ও গাঁজা এবং ইয়াবা সেবনের উপকরণ পাওয়া গেছে। এ কারণে ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক হওয়াদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হবে। ঘটনার পর থেকে ডা. সুমন রায় পলাতক রয়েছেন।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.