খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় এক ব্রাক কর্মকর্তা নিহত 

খুলনা ব্যুরো: খুলনায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের চাপায় রবিউল ইসলাম শেখ (৩৬) নামে এক ব্রাক কর্মকর্তা নিহত হয়েছেন।
আজ শনিবার (৩০ মে) দুপুরের দিকে খানজাহান আলী (র.) সেতুর অদূরে জাবুসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
নিহত রবিউল ইসলাম শেখ সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বাওতাছ গ্রামের মকবুল শেখের ছেলে। তিনি রূপসার তিলক গ্রামে তার মামা বাড়ি সংলগ্ন এলাকায় বসবাস করতেন। তিনি ব্রাকের শরিয়তপুরের চরভাঙ্গা শাখার ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তিনি আজ ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে কর্মস্থলে যাচ্ছিলেন।
ওসি রবিউল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ওই ব্রাক কর্মকর্তা  খানজাহান আলী (র.) সেতু টোল প্লাজা পার হয়ে ভ্যানযোগে কাটাখালীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (যশোর-ট-১১-১৩৭৬) ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রবিউল রাস্তার মাঝে পড়ে যান।
এ সময় ওই ট্রাকটিই তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী আহত হন।
ওসি আরো জানান, হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে, তার পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.