খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

খুলনা ব্যুরো: খুলনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নগরীর দুই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এর মধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুইজন এবং শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজনের মৃত্যু হয়। এর আগে গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) একজনের মৃত্যু হয়েছিল।
এদিকে খুলনার চার হাসপাতালে রোগী চিকিৎসাধীন থাকলেও সদর হাসপাতালে টানা চার দিন রোগীশূন্য। খুলনার পাঁচ হাসপাতালে ৫৬৫ শয্যার বিপরীতে রোগী রয়েছে ১১৮ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- খুলনা সদরের বেল্লাল হোসেন (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার হাসিবুর রহমান (৮০)।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালিশপুরের আনজুমান আরা (৭৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছেন হাসপাতালগুলোর দায়িত্বশীল কর্মকর্তারা।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় ৬০১টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ শতাংশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.