খুলনায় করোনায় আরও ৯ জনের মৃৃত্যু

খুলনা ব্যুরো: গত ২৪ ঘন্টায় খুলনার দুই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৭ নারীসহ ৯ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এরমধ্যে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ৭জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।
তবে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে, খুলনা জেনারেল হাসপাতালে, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। প্রসঙ্গত্ব, খুলনাতে গত ৯ জুলাই ২৭ জনের মৃত্যু হয়েছিল; যা ছিল এ পর্যন্ত খুলনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার বিটিসি নিউজকে জানান, হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন- নগরীর আড়ংঘাটা এলাকার বেবী রহমান (৫৭), বটিয়াঘাটার সাবিয়া বেগম (৭০),  কয়রার সুনীল (৫০) ও বিনীতা (৫৪), দিঘলিয়ার শিউলী বেগম (৩৬), খালিশপুরের আব্দুল মালেক (৪০) ও নড়াইল সড়রের নার্গিস কালাম (৫০)। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১৮ জন। যার মধ্যে রেড জোনে ৪৭ জন, ইয়ালো জোনে ৪০ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৩৯ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুইজন রোগীর মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা আবাসিকের প্রথম ফেজের আমেনা খাতুন (৪১) ও নড়াইল সদরের মহেশখোলা এলাকার এরিনা বেগম (৪৬)। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন আরো ৫০ জন। আইসিইউতে রয়েছেন ৭ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪ জন আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন তিনজন।
খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রকাশ দেবনাথ বিটিসি নিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে করোনায় কারো মৃত্যু হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। গত ২৪ ঘন্টায় একজন রোগী ভর্তি হয়েছেন, তবে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেন কেউ।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ বিটিসি নিউজকে জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে কোন রোগীর মৃত্যু হয়নি। চিকিৎসাধীন রয়েছেন ২৭ জন, তার মধ্যে ১০ জন পুরুষ, আর ১৭ জন নারী। গত ২৪ ঘন্টায় ভর্তি হননি কেউ, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন একজন।
সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি। বেসরকারি এ হাসপাতালটির ৯০ শয্যার করোনা ইউনিটে ৬৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭ জন আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৩ জন। আইসিইউতে ভর্তি রয়েছেন ১০ জন।
অন্যদিকে, গতকাল শুক্রবার (০৬ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৫ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে খুলনার ৭২, বাগেরহাটের ১৪, সাতক্ষীরার ৩ ও পিরোজপুরের দুই’জনের করোনা পজেটিভ হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.