খুলনায় আ’ লীগের সাধারণ সম্পাদককে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগেে ১ জন গ্রেফতার

খুলনা ব্যুরো: খুলনায় করোনাভাইরাস নিয়ে ইউটিউবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রুহুল আমিন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গতকাল মঙ্গলবার (০৭ এপ্রিল) সন্ধ‌্যায় খুলনার বাগমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুহুল আমিন বাগেরহাট শরণখোলা পশ্চিম রাজৈর এলাকার নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গ্রেফতারকৃত রুহুল আমিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের ইউটিউব চ‌্যানেল তাজটিভিতে (Tajtv) আপলোড করে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উসকানিমূলক।

বর্তমানে মহামারিরূপ ধারণ করা করোনাভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.