খুলনায় অস্ত্র গুলিসহ এনার্জি প্যাকের কর্মকর্তা গ্রেফতার

খুলনা ব্যুরো: খুলনার দাকোপ উপজেলার ফেরিঘাট থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ এনার্জি প্যাক নামক একটি গ্যাস কোম্পানীর কর্মকর্তা মোল্লা মাসুদ হাসানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মাসুদ হাসান এনার্জি প্যাক নামক তরল গ্যাস (এলপিজি) উপাদনকারী প্রতিষ্ঠানের খুলনার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা মহানগরীর আড়ংঘাটা এলাকার বাসিন্দা বলে জানান পুলিশ সুপার এসএম শফিউল্লাহ।

পুলিশ সুপার বিটিসি নিউজকে জানান, এনার্জি প্যাকের কর্মকর্তা মাসুদ হাসান ২/৩দিন আগে দাকোপে অবস্থানকালে এক ব্যক্তিকে গুলি করতে উদ্যত হয়। এ বিষয়ে পুলিশের কাছে খবর আসে। পরে বিষয়টি নিয়ে পুলিশ গোপনে অনুসন্ধান করতে থাকে। আগ্নেয়াস্ত্রের ব্যাপারে নিশ্চিত হয়ে রোববার সন্ধ্যার দিকে দাকোপের ফেরিঘাটে অভিযান চালায় পুলিশ। এসময় একটি মাইক্রোবাসে করে খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় এনার্জি প্যাক কর্মকর্তা মাসুদ হাসানের কাছে থাকা একটি ব্যাগ থেকে জার্মানীর তৈরী একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার অভিযোগে মাসুদ হাসানের বিরুদ্ধে দাকোপ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.