খুলনার মহেশ্বরপাশায় যুব ফোরামের উদ্যেগে তিনদিন ব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত

খুলনা ব্যুরো:  নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা যুব ফোরামের উদ্যেগে সাহাপাড়া বালুর মাঠে তিনদিনব্যাপী শীতকালীন পিঠা মেলা শেষ হয়েছে আজ শুক্রবার (১৭ জানুয়ারী)।
গত ১৫ জানুয়ারী থেকে ১৭ জানুয়ারী গ্রামবাংলার নানা রকমের সুস্বাদু পিঠা পুলি নিয়ে মেলাটি অনুষ্ঠিত হয়। মেলা সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস, এম আজিজুর রহমান স্বপন পলাশ প্রধান উপদেষ্টা মহেশ্বরপাশা যুব ফোরাম।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব ফিরোজ সরদার। অুনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক তত্তাবধায়নে ছিলেন যুব ফোরামের সভাপতি ডাঃ গোলাম কিবরিয়া। পিঠা মেলায় সর্বোচ্চ পিঠা বিক্রেতা এবং শ্রেষ্ঠ পিঠা নির্মাতার মাঝে পুরস্কার এবং সনদ প্রদান করা হয়।
যুব ফোরামের সভাপতি ডাঃ গোলাম কিবরিয়া বলেন, বাংলাদেশে শীতকালীন পিঠা মেলা একটি বাঙ্গালী ঐতিহ্য, আর এই ঐতিহ্যের সাথে পরবর্তী প্রজন্মকে পরিচয় করে দেয়াই এই মেলার অন্যতম উদ্যেশ্য।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.