খুলনার চুকনগরে ভোট কেন্দ্রের সামনে থেকে ককটেল উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার চুকনগর ডিগ্রী কলেজ কেন্দ্রের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার চুগনগর ডিগ্রী কলেজের সামনে থেকে ককটেলটি উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ প্রথমে ককটেলটি বালতি দিয়ে ঢেকে রাখে, পরবর্তীতে আরো একটি বালতিতে পানিতে ভিজিয়ে রাখে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পাইলট কুমার গাইন এ ঘটনার সত্যতা বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন।
ভোট কেন্দ্রের আনসার সদস্য জীবন সরকার বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ করে কিছু লোক জড়ো হয়ে একটি বস্তু দেখতে পায়। পরে সেটিকে বালতি দিয়ে ঢেকে রাখা হয়। এ সময় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভোটকেন্দ্রের দায়িত্বরত এসআই কামাল হোসেন বিটিসি নিউজকে বলেন, ককটেল বোমাটি জব্দ করে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে কে বা কারা এককটেল ভোটকেন্দ্রের সামনে রেখেছে সেটি জানা যায়নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.