খুলনায় প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর ভাইয়ের তিন বছরের জেল

খুলনা ব্যুরো: প্রতারণা মামলায় সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের ভাই কাজী মনসুর আহমেদ এর তিন বছরের কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডাদেশ হয়েছে।
খুলনার মুখ্য মহানগর হাকিম ইয়ারব হোসেন আজ মঙ্গলবার (১৬ নভেম্বর)  এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার বাদী খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকার বাসিন্দা সামিউল আলম লাসকির কাছ থেকে বিবাদী কাজী মনসুর আহমেদ মার্কেট বিক্রির নামে এক কোটি ২০ হাজার টাকা গ্রহণ করেন। পরে মার্কেট এবং টাকা কিছুই না দিয়ে প্রতারণার আশ্রয় নিলে সামিউল আলম লাসকি আদালতে মামলা দায়ের করেন। যার সিআর মামলা নম্বর ৬৬১/১৯।  মামলার দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে খুলনার সিএমএম উক্ত রায় দেন।
মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট রাজু আহমেদ ও এডভোকেট আরজিনা সুলতানা।
উল্লেখ্য, এর আগেও কাজী মনসুর আহমদের বিরুদ্ধে অপর একটি প্রতারণা মামলায় এক বছরের কারাদণ্ডের আদেশ হয়েছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.