খুলনায় কোথা কখন ঈদের জামাত

 

খুলনা ব্যুরো: খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৮টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহম্মদ সালেহ। এছাড়া টাউন জামে মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় জামাত এবং সকাল ১০টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মশিউজ্জামান বলেন, ঈদের জামাতের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।
সকালে সার্কিট হাউজ ময়দানে সামিয়ানা লাগানোর কাজ চলছিল। তবে বৃষ্টি হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। এমন আবহাওয়া থাকলে ঈদের প্রধান জামাত টাউন জামে মসজিদের সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর মসজিদগুলোতে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সার্কিট হাউজ ও টাউন জামে মসজিদ ছাড়াও নগরীর ৩১ টি ওয়ার্ডে ও জেলার ৯টি উপজেলায় পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর জামাতখানাস্থ খুলনা সিটি আহলে হাদিস মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬টায়,পরবর্তীতে আরো একটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা আলিয়া মাদরাসা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায়।খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত বায়তুন নূর মসজিদে সকাল সোয়া ৮টা ও সোয়া ৯টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জামে মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া সরকারি বিএল কলেজ জামে মসজিদে সকাল ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। নিরালা তাবলীগ মসজিদ ও হরিণটানা আল আকসা মসজিদে সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। রায়পাড়া মসজিদে মিনায় সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া আড়ংঘাটা আহলে হাদীস মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৬ টায়। শিরোমনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল ৮টায়। শিরোমনি বাজার জামে মসজিদে দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয়টি সকাল সাড়ে ৮টায়। গিলাতলা গাজীপাড়া ঈদগাহ, গিলাতলা মোল্লাপাড়া ঈদগাহ, গিলাতলা শেখপাড়া জামে মসজিদ, গিলাতলা বায়তুল আকসা জামে মসজিদ, শিরোমনি মধ্যপাড়া দিঘীরপাড় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে নগরীর ৩১টি ওয়ার্ডে পৃথক পৃথক সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ আজ বুধবার (২৮ জুন) দুপুরে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।
এসময় বিভাগীয় কমিশনার বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ-উল-আযহার প্রধান জামাত সকাল আটটায় খুলনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে সকাল আটটায় টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে দ্বিতীয় জামাত সকাল নয়টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। প্রতিকূল আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে নগরীর বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লার মসজিদগুলোও ইতোমধ্যে ঈদ জামাত আয়োজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে। তিনি আরও বলেন, খুলনা শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সকলের। এজন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পশুর চামড়া ভালোভাবে ছাড়ানো, রক্ষণাবেক্ষণ এবং কোরবানির পর পশুর রক্ত দ্রুত ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে ফেলাসহ দ্রুততম সময়ে পরিস্কার-পরিচ্ছন্ন করতে হবে। পশুর চামড়ায় ভালোভাবে লবণ দিয়ে সংরক্ষণ করা সকলের দায়িত্ব। বিভাগীয় কমিশনার পবিত্র ঈদ-উল-আযহা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.