খুলনায় একই সাথে আ’লীগ ও বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা (ভিডিও)

খুলনা ব্যুরো: খুলনা মহানগরীর সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের খুলনা মহানগর এর দপ্তর সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ ও  ২৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে হামলাকারীরা এ হামলা চালিয়েছে। সেখানকার সিসিটিভি ফুটেজে এ চিত্র দেখা গেছে। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ, আওয়ামীলীগ, বিএনপি, সাংবাদিক  নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (২০ জুন) দুপুর একটার দিকে সদর থানাধীন ফুল মার্কেট এলাকায় অবস্থিত প্রেস ক্লাব ২ এর গেটে ৫/৬জন যুবক দেশীয় অস্ত্রসহ প্রবেশ করেন। এসময় তারা “মনা” নামের একজনকে গালিগালাজ করে খুজতে থাকে।
একপর্যায়ে তারা আ’লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ’র ব্যবসা প্রতিষ্ঠান দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসের জানালা (কাঠের তৈরি) ও বিএনপি নেতা নাসিরউদ্দিনের কাকন প্রিন্টিংপ্রেস’র কাঁচের দরজা (থাই গ্লাস) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙচুর করে চলে যায়। স্থানীয়রা ঘটনার কোন কিছুই বুঝে ওঠার আগে ওই অস্ত্রধারীরা পালিয়ে যায়। এঘটনার সময় আ’লীগ নেতা মুন্সি মাহবুব আলম সোহাগ ও বিএনপি নেতা নাসিরউদ্দিন নিজ্ব নিজ্ব ব্যবসা প্রতিষ্ঠানেই উপস্থিত ছিলেন। এ হামলার ঘটনাটি নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে পুলিশ বলছে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট, ঘটনার রহস্য উদঘাটন করা হবে। উল্লেখ্য, মুন্সী মাহবুব আলম সোহাগ খুলনার সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক।
দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুবুল আলম সোহাগ বিটিসি নিউজকে বলেন, কিছুদিন আগে মাদক, জুয়ার বিরুদ্ধে পত্রিকায় নিউজ প্রকাশিত হয়। সেই নিউজের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে।
কাকন প্রিন্টিং এন্ড প্রেসের মালিক নাছির উদ্দিন বিটিসি নিউজকে বলেন, সন্ত্রাসীরা পত্রিকা অফিসের জানালা ভাঙচুরের পাশাপাশি আমার অফিসের থাই গ্লাস ভেঙেছে।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ মিঃ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর বিটিসি নিউজকে বলেন, সিসি ক্যামেরার ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা তাদের সণাক্ত ও গ্রেফতারের অভিযান কার্যক্রম শুরু করেছি। হামলাকারীদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে হামলার আসল রহস্য পাওয়া যাবে। এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.