খালাসের অপেক্ষায় রাশিয়া-ইউক্রেন থেকে আসা এক লাখ টন গম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে খালাসের অপেক্ষায় রয়েছে ইউক্রেন ও রাশিয়া থেকে আসা গম বোঝায় দুটি জাহাজ। দুই জাহাজ থেকে ইতিমধ্যে স্যাম্পল (নমুনা) সংগ্রহ করা হয়েছে। ল্যাব টেস্টে উত্তীর্ণ হলে খালাসে অনুমতি দেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
দুই জাহাজে এক লাখ এক হাজার ৫০০ টন গম রয়েছে। শনিবার (১২ নভেম্বর) পৌঁছাবে আরও ৫৪ হাজার টন গম বোঝায় আরেকটি জাহাজ।
চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের বিটিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ইউক্রেন থেকে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে ম্যাগনাম ফরচুর নামে একটি জাহাজ বুধবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ওই জাহাজ থেকে গমের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে ল্যাব টেস্টে চুক্তি অনুযায়ী ধরন ও মান ঠিক থাকলে খালাস প্রক্রিয়া শুরু হবে। এরপর বন্দর ও কাস্টমসের অনুমতি নিয়ে এসব গম খালাস করা হবে।’
তিনি আরও বলেন, ‘এর আগে মঙ্গলবার রাশিয়া থেকে ৪৯ হাজার টন গম নিয়ে এসেছিল আরেকটি জাহাজ। ওই জাহাজ থেকে বুধবার নমুনা সংগ্রহ করা হয়। এখনও খালাস শুরু হয়নি।
শনিবার রাশিয়া থেকে ৫৪ হাজার টন গম নিয়ে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।’
জানা গেছে, রাশিয়া ও ইউক্রেন থেকে জিটুজি’র ভিত্তিতে গম আনার চুক্তি হয়। এর অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানি শুরু হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.