খারকিভ-দোনেস্কে একদিনে ৪৮ বার বিমান হামলা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের দুই শহর খারকিভ ও দোনেস্কে গত ২৪ ঘন্টায় ৪৮ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন। রুশ সেনারা এখন দোনেস্কের স্লোভিয়ানস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকসান্দর মতুজিয়ানিক রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, রুশ বাহিনী হামলা জোরদার করেছে। রাশিয়ার সেনা বহর এখন ইউক্রেনের দোনেস্কের দিকে অগ্রসর হচ্ছে।
মতুজিয়ানিক জানান, খারকিভ ও দোনেস্ক অঞ্চল ছাড়াও গত ২৪ ঘণ্টায় মাইকোলাইভ এবং ওডেসা অঞ্চলে ৫ বার বিমান হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ, রুশ বাহিনী এখন বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৩ হাজার ৩৮১ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৬৮০ জন আহত হয়েছেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.