ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ২৫-৩০ জানুয়ারী


প্রেস বিজ্ঞপ্তি: ২৫-৩০ জানুয়ারী ২০২০ ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম বিষয়ে সিটি কর্পোরেশনের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদে ডাক্তারদের মাধ্যমে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়। ক্ষুদে ডাক্তাররা শিক্ষার্থীদের চক্ষু পরীক্ষা ও ওজন পরিমাপ করবে এ কাজে রাসিকের স্বাস্থ্যকর্মীরা সহায়তা করে থাকেন।

ক্ষুদে ডাক্তারদের করণীয় বিষয়ে সার্বিক তথ্য উপস্থাপন করেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএএম আঞ্জুমান আরা বেগম। সভায় বক্তারা জানান, এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মানসিক বিকাশ লাভ করে। বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে অগ্রাধিকার দিয়ে যাচ্ছেন। এর ফলে শিক্ষার পাশাপাশি শিশুরা সুস্থ সবলভাবে বেড়ে উঠছে। এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় রাজশাহীর সিভিল সার্জন ডাঃ মহা.এনামুল হক, জেলা শিক্ষা অফিসার মোঃ নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, থানা শিক্ষা অফিসার মিজানুর রহমান, থানা শিক্ষা অফিসার জাহিদ হাসান, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সানাউল্লাহ ও সকল ৩০টি ওয়ার্ডের সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.