ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, ঝুঁকিতে শতাধিক বাড়ি

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে সেখানের শতাধিক বাড়ি-ঘর ঝুঁকিতে পড়েছে। এরই মধ্যে কর্তৃপক্ষ উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করেছে।
ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের প্রধান ব্রায়ান এস্টেস বলেছেন, নেভেদা কাউন্টির ইউবা নদীর কাছে দাবানলের সূত্রপাত হয়। এরপর তা ২০২ হেক্টর জমিতে ছড়িয়ে পড়ে।
তিনি বলেন, দাবানলের কারণে বিদ্যুৎ, পানি সরবরাহ ব্যবস্থা ও রাজ্যের একটি পার্ক ঝুঁকিতে পড়েছে।
কর্তৃপক্ষ এর আগে জানায়, একটি জ্বলন্ত বিল্ডিং থেকে প্রথমে আগুন ছড়ায়। এরপর আগুনের শিখা কাছাকাছি শুকনো গাছপালা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
কাউন্টি শেরিফ শান্নান মুন বলেছেন, প্রায় ৩৫০টি বাড়ি ও অন্যান্য বিল্ডিং চরম ঝুঁকিতে থাকায় সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। এদিকে দাবানল নিয়ন্ত্রণে ভূমি ও আকাশ পথে কাজ করছে দমকলকর্মীরা। প্লেন থেকে পানি ফেলা হচ্ছে।
গত বৃহস্পতিবার থেকেই উত্তর ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কারণ এরই মধ্যে সেখানে গ্রীষ্মের তাপপ্রবাহ বইতে শুরু করেছ। (সূত্র: এবিসি নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.