ক্যাপিটল হিল হামলার ১ বছর, সহিংসতার নিন্দা বাইডেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যাপিটল হিলে হামলার দু’বছর পূর্তিতে সহিংসতার নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিসংতার কোন স্থান নেই।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের বিরুদ্ধে লড়াই চালানো পুলিশদের সম্মানিত করতে গিয়ে বাইডেন শুক্রবার এ কথা বলেন।
বাইডেন আরো বলেন, মতভিন্নতা সত্ত্বেও ঐক্যবদ্ধ কণ্ঠে আমাদের স্পষ্ট করে বলতে হবে ভোটারদের ভয় দেখানো ও রাজনৈতিক সহিসংতার স্থান আমেরিকায় নেই।
বাইডেন ২০২১ সালের ৬ জানুয়ারি যে সকল পুলিশ সদস্য ক্যাপিটল হিলে উপস্থিত ছিলেন এবং ২০২০ সালের নির্বাচনে হেরে যাওয়া ঠেকাতে ট্রাম্পের উদ্যোগের বিরুদ্ধে প্রকাশ্যে ভূমিকা রেখেছিলেন এরকম ১৪ জনকে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল সিটিজেন্স পদক প্রদান করেন।
এ সময়ে তিনি বলেন, ইতিহাস তোমাদের নাম স্মরণ করবে।  তিনি আরো বলেন, আমেরিকা আইনের দেশ, বিশৃঙ্খলার দেশ নয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.