কোম্পানীগঞ্জে ৩৩৩ ফোন দিয়ে খাদ্যসহায়তা পেল ৩০০ পরিবার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ৩০০ পরিবার প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে পরিবারগুলোর নিকট খাদ্য সামগ্রী তুলে দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জিয়াউল হক মীর।

সহায়তা হিসেবে তারা পান ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি আটা, ১ কেজি চিনি ও ১ কেজি পেঁয়াজ।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জিয়াউল হক মীর বিটিসি নিউজকে বলেন, করোনকালীন সময়ে ৩৩৩ নম্বরে সাহায্যের আবেদন গুলো যাচাই করে ৩০০পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা দেয়া হয়েছে। এই সহায়তা অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছামিউল ইসলাম, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.