কোমর বেঁধে নেমেছে অন্তত ২৩টি সংস্থা, ভারতীয় রেলের বরাত পাওয়ার জন্য

কলকাতা প্রতিনিধি: ভারতীয় রেলের  বর্তমান পরিকল্পনা  ১০৯ টি রুটে ১৫১ টি হাইস্পিড  ট্রেন নমানোর। এই কাজটি সারা হবে ১২টি পর্যায়ে। সূত্রের খবর প্রথম ১২টি ট্রেন চলা শুরু করবে ২০২২-২০২৩ সালের মধ্যে।
২০২৩-২০২৪ সালের মধ্যে চলবে ৪৫টি ট্রেন। ২০২৫-২০২৬ সালের মধ্যে ট্র্যাকে নামবে আরও ৫০ টি ট্রেন।
এখন থেকেই কোমর বেঁধে নেমেছে অন্তত ২৩টি সংস্থা৷ দাম দস্তুর হাঁকাহাঁকি শুরু হয়ে গেছে সংস্থাগুলির বরাত নেওয়ার জন্য৷
মোট  ৩০হাজার কোটি বিনিয়োগের সম্ভাবনা তৈরী হয়েছে ইতিমধ্যেই ৷
এই সংস্থাগুলির মধ্যে রয়েছে আইআরসিটিসি, সিমনস, জিএমআর, বিএইচইএল, গেটওয়ে রেল, আরকে অ্যাসোসিয়েটস, মেধা গ্রুপ, স্টারলাইট পাওয়ার, টিটাগড় ওয়াগান, ভারত ফোরগ, বোম্বারডিয়ার।
আগামী ২১শে আগস্ট এই সমস্ত সংস্থার দেওয়া কোটেশানের উত্তর দেব ভারতীয় রেল৷ কোন সংস্থাগুলি বরাত পেতে চলেছে, জানা যাবে আগামী ৮ই নভেম্বর, এমনইটাই জানা যাচ্ছে ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.