কোকেন-সহ বিজিপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেপ্তার

(কোকেন-সহ বিজিপি নেত্রী পামেলা গোস্বামী গ্রেপ্তার–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সামনে ভোট, এর মধ্যেই বিড়ম্বনায় পড়েছে বিজেপি। নিউ আলিপুরে দলের যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে মাদক-সহ গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার সঙ্গী এক যুবককেও। তাদের কাছ ১০০ কোকেন পাওয়া গিয়েছে। এ বিষয়ে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘তদন্ত না করে কারও উপর দোষ চাপানো ঠিক নয়’।
জানা গিয়েছে, গতকাল শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী। তার সঙ্গে গাড়িতে ছিলেন প্রবীর কুমার দে নামের এক যুবক।
গোপন সূত্রের খবর পেয়ে গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশির সময়ে ওই গাড়ি থেকে ১০০ গ্রাম কোকেন উদ্ধার হয়। এরপরই পামেলা ও তার সঙ্গী প্রবীর দু’জনকেই গ্রেফতার করা হয়। এই চক্রের সঙ্গে কি আরও কেউ জড়িত? কোথায় এবং কেন এই কোকেন নিয়ে যাওয়া হচ্ছিল? তা খতিয়ে দেখছে পুলিশ।
তদন্তকারীদের দাবি, উদ্ধার হওয়ার মাদকের বাজারমূল্য প্রায় কয়েক লক্ষ টাকা।
বিজেপি দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় জি নিউজকে ফোনে বলেন, ‘ব্যাপারটা ঠিক জানি না। তবে অতীতে বিজেপিকে আটকানোর জন্য রাজ্য সরকার মিথ্যা মামলা দিয়েছে। তদন্ত হোক, তদন্ত না করে কারও উপর দোষ চাপানো ঠিক নয়’। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.