কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ডে একজন নারী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা : কেসিসির ৩১টি সাধারণ ওয়ার্ডের ১৪৮জন প্রার্থীর মধ্যে মাত্র একজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কেসিসির ১নম্বর সাধারণ ওয়ার্ডের এ প্রার্থীর নাম রোজিনা বেগম রাজিয়া। মঙ্গলবারের প্রতীক বরাদ্দের নির্ধারিত সময় তিনিও ছিলেন অনুপাস্থিত। প্রতীক চেয়েছিলেন ঘুড়ি। কিন্তু আরও একজন প্রার্থী একই প্রতীক চাওয়ায় লটারী হয়।

লটারিতে বিজয়ী হয়ে ঘুড়ি পান শেখ আব্দুর রাজ্জাক। কিন্তু রাজিয়া অনুপস্থিত থাকায় তার প্রতীক পরে বরাদ্দ করা হবে বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার। বেলা ১১টা ৪০ মিনিটের সময় সভাকক্ষে হাজির হন রাজিয়া। তাকে সার্বিক বিষয় বলার পর তিনি ঝুড়ি প্রতীক নিতে রাজী হন। ঝুড়ি প্রতীক নিয়েই লড়ছেন কেসিসির একমাত্র নারী সাধারণ কাউন্সিলর প্রার্থী রোজিনা বেগম রাজিয়া।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.