কেসিসিতে প্রার্থী একাধিক প্রতীক এক !

নিজস্ব প্রতিবেদক, খুলনা : কেসিসি নির্বাচনের প্রতীক বরাদ্দের সময় মঙ্গলবার দেখা গেছে অধিকাংশ প্রার্থীই একই প্রতীক দাবি করেছেন। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে ঠেলাগাড়ি ও ঘুড়ি এবং সংরক্ষিত ওয়ার্ডে আনারস প্রতীকের চাহিদাই ছিল বেশি।

প্রতীক বরাদ্দের সময় দেখা গেছে ১, ২, ৪, ৫, ২৪ এবং ৩১ নম্বর ওয়ার্ডে চারজন এবং ১২ নম্বর ওয়ার্ডে ৫ জন প্রার্থী ঠেলাগাড়ি প্রতীক চান। এমনিভাবে ৩১ নম্বর ওয়ার্ডে অপর চার প্রার্থী চান ঘুড়ি। একই প্রতীক চান অন্যান্য ওয়ার্ডেও একাধিক প্রার্থী। একই প্রতীক একাধিক প্রার্থী চাওয়ায় অনেকগুলো আপোষে তাৎক্ষনিক পরিবর্তন হলেও বেশ কিছু জায়গায় লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়।
অনুরূপভাবে সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডের ৩জন, ৪ নম্বর ওয়ার্ডের দু’জন, ৬ নম্বর ওয়ার্ডের দু’জন, ৭ নম্বর ওয়ার্ডের দু’জন, ৯ নম্বর ওয়ার্ডের ৪জন এবং ১০ নম্বর ওয়ার্ডের ৪ জন প্রার্থী আনারস প্রতীক চান। পরে সেগুলো লটারির মাধ্যমে সমাধান হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.