কুয়েটে ১২ জুলাই থেকে স্নাতক শ্রেণীর অনলাইন ক্লাস শুরু

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) আগামী ১২ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। পূর্ণাঙ্গরূপে স্নাতক পর্যায়ে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু হবে আগামী ৯ আগস্ট।বিশ্ববিদ্যালয়টির পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
অনলাইন শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাব্যতা যাচাই কমিটির রিপোর্টের আলোকে গত ২১জুন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম (জরুরী) অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। উল্লেখ্য, এর আগে গত ১৬ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শ্রেণীর পাঠদান অনলাইনে চলছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.