কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, পানিবন্দি ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি: উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অপরির্বতিত রয়েছে। এতে চর-দ্বীপ চরের নীচু এলাকার প্রায় ২৫টি গ্রামের ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
ধরলা নদীর পানি গতকাল রবিবার (২২ আগস্ট) বিপদসীমার ২ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ব্রক্ষপুত্র আর দুধকুমোর নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা নদীর পানি অনেক কমেছে।
নদ-নদীর অববাহিকার অনেক চর ও নীচু এলাকার কিছু ধান ক্ষেত ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। সেই সাথে ধরলা, তিস্তা দুধকুমোর নদী এলাকায় প্রচুর ভাঙ্গন দেখা দিয়েছে। তিন্তা নদীর ২০টি পয়েন্টে ভাঙ্গন চলছে।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘন্টায় ধরলা নদীর পানি ২৬.৫২ সে.মি, ব্রক্ষপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৩.৩৮ সে.মি, তিস্তা নদীর পানি ২৮.৮৪ সেন্টিমিটার, আর ব্রক্ষপুত্র নুনখাওয়া পয়েন্টে ২৫.৬০ সে.মি দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.