কুড়িগ্রামে দরিদ্র শিক্ষার্থীদের অবিভাবকদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুরে গোড়াই পাঁচপীর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির উদ্যোগে ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের অবিভাবকদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ রায়, মাদ্রাসা অধ্যক্ষ আহমদ হোসেনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য সদস্য ও শিক্ষকগণ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াজ ও রসুনসহ অন্যান্য সামগ্রী।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব জানান, দেশে চলমান করোনা পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির সদস্যরা তাদের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের কথা চিন্তা করে নিজস্ব উদ্যোগে এসব খাদ্য সহায়তা প্রদান করেছে। এটা ভালো উদ্যোগ। আমি মনে করি সকল বিদ্যালয়ের শিক্ষক ও অবিভাবকদের এভাবেই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের পরিবারের পাশে দাড়ানো উচিত।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.