কুড়িগ্রামে চলছে মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

কুড়িগ্রাম প্রতিনিধি: তরুণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িতে দিতে কুড়িগ্রাম সদরের ঘোগাদহে শুরু হয়েছে ৫ দিনব্যাপী মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র উৎসব। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর শুরু হয় এ উৎসব। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত।
উৎসবে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র-সুভাষ দত্তের অরুণোদয়ের অগ্নিসাক্ষী (১৯৭২); আলমগীর কবিরের ধীরে বহে মেঘনা (১৯৭৩); নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল (১৯৭৪); হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি (১৯৯৫); তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী (১৯৯৬) ও জীবনঢুলী (২০১৪); চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ (২০০৪); তৌকির আহমেদের জয়যাত্রা (২০০৫); নাসির উদ্দীন ইউসুফের গেরিলা (২০১১) এবং রুবাইয়াত হোসেনের মেহেরজান (২০১১) প্রদর্শিত হচ্ছে।
সামাজিক সংগঠন ছায়া-র আয়োজনে ১৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় ঘোগাদহ কেন্দ্রীয় শহিদ মিনারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা জনাব মো. নজরুল ইসলাম।
ছায়া-র সাংগঠনিক সম্পাদক জনাব সাঈদ স্যামের সঞ্চালনা ও ছায়া-র উপদেষ্টা জনাব মো. মমিনুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান মো. শাহ আলম মিয়া।
বিশেষ অতিথি ছায়া’র চেয়াপারসন রাইহান কবির রনো, বিশিষ্ট সমাজ সেবক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, যুবলীগ নেতা মো. আমিনুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, মো. ওয়াজেদ আলী, মো. মমিনুল ইসলাম প্রমূখ।
বক্তারা মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িতে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল বৃহস্পতিবার উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয়েছে। নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল ও তানভীর মোকাম্মেলের নদীর নাম মধুমতী। বিনামূল্যের এ চলচ্চিত্র উৎসব আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান ছায়া’র চেয়ারপার্সন রাইহান কবির রনো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.