কুমিল্লা চান্দিনায় সাবেক মেম্বারের বিরুদ্ধে বন বিভাগের মামলা!


কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের হোসনপুরস্থ এলাকার সরকারী গাছ বিক্রয় করে অর্থ আর্ত্মসাত করায় স্থানীয় গল্লাই ইউপি সাবেক মেম্বার নাজির আহম্মেদের বিরুদ্ধে মামলা করেছেন বন কর্মকর্তা।

এ বিষয়ে চান্দিনা উপজেলার সহকারী কমিশনার ভূমি নাঈমা ইসলাম বিটিসি নিউজকে জানান, গত ১১.১২.২০১৯ইং উপজেলার হোসেনপুর এলাকায় বন বিভাগের সরকারী প্রায় ১১টি গাছ বিক্রয় করে নগদ ১,২০,০০০টাকা আত্মসাত করেন সাবেক ইউপি মেম্বার নাজির আহম্মেদ।

বিষয়টি কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীরের নির্দেশনায় অত্র এলাকায় অভিযান পরিচালনা করে বন বিভাগের বিক্রয়কৃত কিছু গাছ উদ্ধার করে থাকি।

নিয়ম অনুযায়ী মামলা করার নির্দেশনা দেই বন কর্তৃপক্ষকে। বন বিভাগের গাছ আত্মসাত ও বিক্রয়ের বিষয়ে চান্দিনা উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহজাহানের সাথে কথা বললে তিনি বিটিসি নিউজকে জানান,  উপজেলা বন বিভাগের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

মামলা নং: পি.ও.আর-০৪, চান্দি অব ২০১৯/২০২০। তারিখ: ১১.১২.২০১৯ইং।

মামলা কুমিল্লা আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বন আদালতে চলমান রহিয়াছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা প্রতিনিধি আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.