কুমিল্লায় কাকৈইতলা কেন্দ্রে দুই প্রার্থীর সংঘর্ষ

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বরুড়ার আদ্রা ইউনিয়নের উপ-নির্বাচনের কাকৈইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার ঘণ্টা খানেক পরেই আওয়ামী লীগের নৌকা প্রার্থী আবদুল করিম ও স্বতন্ত্র আনারস প্রার্থী সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

এতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকসহ বেশ কয়েক জন আহত হয়েছে। এই হামলা ও সংঘর্ষের ঘটনায় কেন্দ্র ভোটার শূন্য হয়ে পড়েছে। আতঙ্কে ভোট দিতে আসছেন না মানুষ। কেন্দ্রে নিরাপত্তায় পুলিশসহ অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

বরুড়া থানার (ওসি) সত্যজিৎ বড়ুয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আদ্রা ইউনিয়নের উপনির্বাচনে কোনো কেন্দ্রে হামলা ও সংঘাতের ঘটনা ঘটেনি। কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কোনো সংঘর্ষের ঘটনা ঘটলেও আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে কাকৈইতলা ইউনিয়নে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে কুমিল্লা দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে জুরানপুর ইউনিয়নের জুরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ভোটার শূন্য। ভোট গ্ৰহণের একঘণ্টায়ও মহিলা ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।

দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের জুরানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মহিলা কেন্দ্রে ভোটার শূন্যে বিষয়ে প্রিসাইডিং অফিসার হারুনুর রশিদ বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। শুরুতে কয়েকটি ভোট পড়লেও দুই ঘণ্টা অতিক্রম হলেও কোনো ভোট পড়েনি। তবে আমরা আশাবাদী মহিলা ভোটারদের উপস্থিতি বাড়বে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.