কুমিল্লায় জালনোট মামলায় জড়িত মূল আসামি গ্রেফতার

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বরুড়ায় ৫ আগষ্ট ১৪.৩০ঘটিকায় বরুড়া থানার এসআই(নিঃ)/মোঃ আলী মর্তুজা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দিবাকালীন জরুরী টহল, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, বরুড়া থানার ১৪নং লক্ষীপুর পশ্চিম বাজার সংলগ্ন সালাউদ্দিন হোটেলের সামনে পাকা রাস্তার উপর কতিপয় অবৈধ জালনোট ব্যবসায়ী জাল টাকার নোট বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।
উক্ত সংবাদের ভিক্তিতে বর্ণিত ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্রই পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাহার দেহ তল্লাশীকালে তাহার ডান হাতে ধরা একটি কাগজের শপিং ব্যাগের ভিতর কালো রংয়ের রুমাল দ্বারা বাঁধা ৫০০/-(পাঁচশত) টাকা মূল্যমানের ৪৯০ টি কথিত জালনোট, যাহার মূল্য ২,৪৫,০০০/-টাকা পাইয়া উদ্ধার পূর্বক ০৫/০৮/২০২৩খ্রিঃ ১৫.১৫ ঘটিকায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে মোঃ আকরাম (২৪), পিতা-মোঃ কামাল হোসেন, মাতা-মরিয়ম, সাং-চর ফলকন, পোঃ হাজিরহাট, থানা-কমলনগর, জেলা-লক্ষ্মীপুর বলিয়া জানায়।
ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে আসামীর নিকট জাল টাকা গুলি সংগ্রহের উৎস কোথায় বা কাহার নিকট হইতে সংগ্রহ করিয়াছে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, ১। ফারুক, পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত, মোবাঃ ০১৮৭৩-৮১৫৯৯২ ও ২। সিরাজ গাজী, পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-অজ্ঞাত, জেলা-অজ্ঞাত, মোবাঃ ০১৮৭২-১৯৮২১১ দ্বয়ের নিকট হইতে সংগ্রহ করিয়া কুমিল্লা ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া থাকে। উক্ত ঘটনায় এসআই(নিঃ)/ মোঃ আলী মর্তুজা বাদী হয়ে ধৃত ০১ জন ও পলাতক আসামী ০২ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যাহার বরুড়া থানার মামলা নং-০৩, তাং-০৫/০৮/২০২৩ইং, ধারা- The Special Powers Act, 1974; 25-A(b) রুজু হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.