ফরিদপুরে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দশ কেজি গাজা ও একমাদক ব্যবাসয়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সামনে একটি যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামিম হোসেন বিটিসি নিউজকে জানান, জেলার ভাঙ্গার এক্সপ্রেসওয়ের টোলপ্লাজার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মাদারীপুরগামী সার্বিক পরিবহনে তল্লাসী চালানো হয়।
এসময় মোঃ সাকিল (২৩) এর কাছ থেকে প্লাস্টিকের বস্তার ভিতর কসটেপে মোড়ানো পলিথিনের দুইটি পোটলায় ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি বলেন, সাকিলকে জিজ্ঞাসাবাদ করলে জানাযায় সে কুমিল্লা জেলার বাহ্মণপাড়া থানার মানরা গ্রামের কামাল হোসেনের পুত্র ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতক ব্যক্তি কুমিল্লা হতে গাঁজা সংগ্রহ করে ভাংগা থানার বিভিন্ন স্থানে গাজা সরবরাহ করে। সে পেশাদার মাদক ব্যবসায়ী ।
তার বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.