কিয়েভে দুই লাখ সেনা নিয়ে হামলার প্রস্তুতি রাশিয়ার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে দুই লাখ সেনা নিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ২০২৩ সালের শুরুর দিকে রুশ বাহিনী নতুন হামলার পরিকল্পনা করছে বলে দাবি করেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি।
নতুন বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে কৌশলগত গুরুত্বপূর্ণ এই হামলা হতে পারে বলে জানান তিনি।
এদিকে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার সিদ্ধান্তের জেরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে রাশিয়া।
এরই মধ্যে কালুগা অঞ্চলে ইয়ার্স নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করে রেখেছে রুশ বাহিনী। এছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্রে পারমাণবিক অস্ত্র যুক্ত থাকার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে কিয়েভকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে ওয়াশিংটনকে অনাকাঙ্খিত পরিণতির হুমকি দেয় যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.