কিশোরগঞ্জে আসামিসহ র‍্যাবের গা‌ড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফ‌লের দোকা‌নে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে আসা‌মি আটক ক‌রে ক‌্যা‌ম্পে ফেরার প‌থে নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের এক‌টি গাড়ি ফ‌লের দোকা‌নে ঢু‌কে প‌ড়ে। এতে র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি আহত হয়েছেন।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত চার র‍্যাব সদস্য হলেন, র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পে কর্মরত রায়হান (৩০), আনোয়ার (৪০), ইমতিয়াজ (৪৫) ও বিল্লাল (৩৮)। আহত দুই আসামির নাম জানা যায়‌নি।
র‌্যাব‌ জানায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে আটক মাদক মামলার দুই আসামিকে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ ক‌্যা‌ম্পে আনা হ‌চ্ছি‌ল। মঙ্গলবার ভোর সা‌ড়ে ৪টার দি‌কে কিশোরগঞ্জের স্টেশন রোড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে র‍্যাবের পিকআপটি শাটার ভেঙে এক‌টি ফলের আড়তের ঢু‌কে প‌ড়ে। এতে গা‌ড়ি‌টি দুম‌ড়ে-মুচড়ে যায়। আহত হন র‍্যাবের চার সদস্য ও গাড়িতে থাকা দুই আসামি।
র‌্যাব-১৪ কি‌শোরগঞ্জ ক‌্যা‌ম্পের কোম্পানি কমান্ডার এম এম সবুজ রানা দুর্ঘটনার বিষয়‌টি বিটিসি নিউজকে নি‌শ্চিত করে বলেন, দুর্ঘটনায় পিকআপে থাকা সবাই আহত হ‌য়ে‌ছেন। তা‌দের হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কিশোরগঞ্জ প্রতিনিধি মো. সেলিম রেজা ফারুক। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.