কিম জং ‘বন্ধুসুলভ বাবা’!

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রশংসা করে একটি নতুন গান প্রকাশ হয়েছে। গানটিতে তাকে ‘বন্ধুসুলভ বাবা’‘মহান নেতা’ হিসেবে সম্বোধন করা হয়।
সম্প্রতি উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশনে গানটির ভিডিও সংস্করণ প্রকাশ করা হয়।
ভিডিওতে দেখা গেছে, শিশু থেকে শুরু করে সেনাসদস্য, চিকিৎসাকর্মী থেকে শুরু করে উত্তর কোরিয়ার বিভিন্ন পেশার মানুষ সুর মেলাচ্ছেন। গানের সুরে তারা বলছেন, ‘চলো গাই, কিম জং উন এক মহান নেতা; চলো বলি, কিম জং উন একজন বন্ধুসুলভ বাবা।’
রাষ্ট্রীয় টেলিভিশনে গানটির একটি সরাসরি পরিবেশনা দেখা যায়। ১০ হাজার আবাসনের একটি প্রকল্পের কাজ শেষ হওয়া উপলক্ষে গানটি পরিবেশন করা হয়, যা খোদ কিম জং উন দেখেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে উত্তর কোরিয়া শাসন করে আসছে কিম পরিবার। ২০১১ সালে বাবা কিম জং ইল মারা যাওয়ার পর ২০১২ সালে ক্ষমতায় বসেন তিনি। ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা ও একনায়ক। তার বাবা কিম জং ইল ১৯৯৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটি শাসন করেছেন। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.