কিছু বিক্ষিপ্ত ঘটনাসহ হয়ে গেল ১০৮টি ওয়ার্ডের নির্বাচন

কলকাতা (ভারত) প্রতিনিধি: শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করেছে। কাঁথি, বহরমপুর, বর্ধমান, জঙ্গিপুর সহ বেশকিছু জেলা থেকে অশান্তির খবর এসেছে। ইভিএম ভাঙচুর সহ বুথ দখলের অভিযোগে আগামীকাল বিজেপি বাংলায় বন্ধ ডেকেছ।
ইতিমধ্যেই মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেছে।
আগামীকালের বন্ধকে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। সিপিএম সরাসরি এখনও কিছু মন্তব্য করে নি। আজ সন্ধ্যার পর দলের বৈঠকে সিদ্ধান্ত জানাবে।
শাসক দল বন্ধের সর্বাত্মক বিরোধিতা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে। বামপন্থীদলগুলো বন্ধের সরাসরি সমর্থন না করলেও দেদার ছাপ্পা ভোটের ও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ করেছে।
বিজেপি তাদের প্রতিক্রিয়ায় ভোটের অশান্তিকে বাংলার ট্র্যাডিশেন বলে অভিহিত করেছেন।
কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিনিধি সহ দুজন পুলিশ কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.