কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৩ লস্কর সন্ত্রাসী নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কাশ্মীরের ‍পুলওয়ামার দ্রাবগাম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্ধুকযুদ্ধে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছে কাশ্মীর পুলিশের এক কর্মকর্তা।
শনিবার (১১ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে এ গোলাগুলি শুরু হয় বলে কাশ্মীর পুলিশ জানায়।
বন্দুকযুদ্ধে প্রথমে এক ‘সন্ত্রাসীর’ নিহতের খবর মেলে। পরে রোববার ভোরে পুলিশের টুইটে আরও দুইজন নিহত হয়েছে বলে জানানো হয়।
নিহত তিনজনই লস্কর-ই-তৈয়বার সদস্য বলে গণমাধ্যমকে জানিয়েছেন কাশ্মীর পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার।
বিজয় কুমার বলেন, “বন্দুক যুদ্ধে তিনজন নিহত হয়েছে। সন্ত্রাসীরা স্থানীয় এবং সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে সংশ্লিষ্ট। এর মধ্যে একজন জুনাইদ শিরগোজরি, যে ১৩ মে আমাদের সহকর্মী শহীদ রিয়াজ আহমেদ হত্যাকাণ্ডে জড়িত ছিল।”

পুলওয়ামার গুদোরা গ্রামে নিজবাড়িতে ‘সন্ত্রাসীদের গুলিতে’ গুরুতর আহত হয়েছিলেন রিয়াজ, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বাকি দুই ‘সন্ত্রাসীর’ নাম ফাজিল নজর ভাট ও ইরফান আহ মালিক।
নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। (সূত্রঃ এনডিটিভি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.