কাশ্মীরে পাক-ভারত উত্তেজনা, ভারতীয় সেনাকে গুলি করে হত্যা

(কাশ্মীরে পাক-ভারত উত্তেজনা, ভারতীয় সেনাকে গুলি করে হত্যা)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই জম্মু-কাশ্মীরের রাজৌরির নিয়ন্ত্রণরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ওপর গোলা বর্ষণ করে পাকিস্তান। এ হামলায় ভারতীয় রেজিমেন্টের ১ জন সেনা নিহত হন।
হিন্দুস্তান টাইমস জানায়, এ নিয়ে গতকাল শনিবার (০২ জানুয়ারী) শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তেজনা বিরাজ করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে।

ভারতীয় সেনাবাহিনী সূত্র বলছে, গত শুক্রবার (০১ জানুয়ারী) বিকেল প্রায় সাড়ে ৩টা থেকেই সীমান্তের ওপার থেকে ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় পাকিস্তান সেনাবাহিনী। রাজৌরির নৌশেরা সেক্টরে এদিন বিকেল ৫টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

ভারতের অভিযোগ, পাকিস্তানি সেনাবাহিনী বিনা প্ররোচনায় গোলা বর্ষণ শুরু। গোলাগুলির একপর্যায়ে তারা ভারতীয় সেনাদের লক্ষ্য করে মর্টার শেলও ছোড়ে। উভয়পক্ষের সংঘর্ষ চলাকালীন সীমান্তের ওপার থেকে ছুটে আসা এক গোলার আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই সেনা সদস্য। (সূত্র: হিন্দুস্তান টাইমস) #

Comments are closed, but trackbacks and pingbacks are open.