কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ৭, আহত ৭০

বিটিসি নিউজ ডেস্কভারতের কাশ্মীরে জঙ্গিবিরোধী অভিযানে নিরাপত্তাবাহিনীর গুলিতে ৭ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭০ জন। আহতদের মধ্য থেকে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত প্রত্যেকেরই মাথা ও বুকে গুলি চালানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।

কাশ্মীরের ডিভিশনাল কমিশনারকে পুলওয়ামার ঘটনা নিয়ে তদন্তের আদেশ দিয়েছেন রাজ্যপাল। সেইসঙ্গে সংঘর্ষস্থলে না আসতে স্থানীয় বাসিন্দাদের অনুরোধ করেছেন তিনি।

 

বেসারমকির ব্যক্তি হত্যার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে স্থানীয় প্রশাসন। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্থানীয়রা বিক্ষোভ করছিল এবং তারা সেনাবাহিনীর গাড়িতে উঠে পড়ার চেষ্টা করলে বাধ্য হয়ে গুলি চালানো হয়।

পুলিশ দাবি করেছে, সোমবার  ভোরে পুলওয়ামার সিরনু গ্রামে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। তল্লাশির সময়ে জঙ্গিরা গুলি ছুঁড়লে সংঘর্ষ শুরু হয়।

অভিযানের পরে স্থানীয়রা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে। এসময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়িতে উঠে পড়ার চেষ্টা করলে প্রথমে ফাঁকা গুলি ছোড়া হয়। তাতে বিক্ষোভকারীরা নিবৃত না হওয়ায় নিরাপত্তাবাহিনী গুলি চালাতে বাধ্য হয় বলে জানায় পুলিশ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.