কালীগঞ্জে ২৫০ জন পরিবহণ শ্রমিক পেল প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ২৫০ জন পরিবহণ শ্রমিক পেল প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার খাদ্যসামগ্রী। আজ রবিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে বাস, মিনিবাস,মাইক্রো ও  ট্রাকের কর্মহীন ২৫০ জন পরিবহণ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক খাদ্য সহায়তার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হয়ে এ কর্মসূচীর  উদ্বোধণ  করেন, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি। মন্ত্রী  বলেন, মহামারী করেনা ভাইরাসে সারাবিশ্বের অর্থনীতি স্থবির। সে সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের খেটে খাওয়া মানুষের কথা ভেবে মানবিক খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন।
আগামীতেও এ কর্মসূচী অব্যাহত  থাকবে। তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে ও সার্বক্ষণিক মাক্স পরার আহবান জানান। পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহায়তাসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সম্পাদক তিতাস আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।
প্রতিটি পরিবারকে ১০কেজি চাল,২কেজি আটা, ১কেজি ডাল, ১কেজি তেল ও ১ কেজি করে লবন প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.