কালীগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজী আটক”, বরের জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে বাল্যবিয়ের অপরাধে বরের ৫ হাজার টাকা জরিমানা ও ৪নং দলগ্রাম ইউনিয়নের কাজী আবু হানিফের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কনে ৯ম শ্রেণীর ছাত্রী ও বর একজন কওমি মাদ্রাসা পড়ুয়া ছাত্র। উভয়ের বিয়ের আয়োজন চলছিল এমন সময় গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাম্যমান আদালত পরিচালনা করে কাজী আবু হানিফকে ৬ মাসের জেল ও বরের নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান।
এ সময় তার সঙ্গে ছিলেন-উপজেলা শিশু সুরক্ষা সমাজকর্মী আবু সাঈদ ও কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, গোপনে সংবাদ পেয়ে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করা হয়েছে। এ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত রাখতে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.