কালীগঞ্জে বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালিত!

লালমনিরহাট প্রতিনিধিঃ  লালমনিরহাট জেলার কালীগঞ্জে স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকর‍্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ ই আগষ্ট আজ বৃহস্পতিবার উপজেলা বঙ্গবন্ধু  পরিষদ আয়োজিত ভুল্লারহাট ডা. খলিলুর রহমান আদর্শ কেজি স্কুলে অনুষ্ঠিত  হয়েছে।
বঙ্গবন্ধু  পরিষদের সভাপতি, সাবেক ছাত্রনেতা আব্দুল মালেকের সভাপতিত্বে ১ম পর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। স্কুলের ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা,  কুইজ, বঙ্গবন্ধুর উপর ভাষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত  হয়।
এবং ২য় পর্বে আলোচনাসভা, পুরস্কার বিতরন এবং দোয়া মাহফিল পর্বে বঙ্গবন্ধুর  জীবনীর উপর আলোকপাত করে বক্তব্য রাখেন আব্দুল মালেক, আশরাফ আলী, সাহিদুল ইসলাম,শরিফুল ইসলাম প্রমুখ।
 আরো উপস্থিত ছিলেন, তরুন লীগের  কেন্দ্রীয় সদস্য মনতাজুল ইসলাম প্রিন্স, যুবলীগ নেতা মনমোহন মমো, রেজওয়ানুল কবীর রুকু, এবং ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম স্বপন, স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।
অনুষ্টানটি সঞ্চালনা করেন, সাবেক ছাত্রনেতা, বঙ্গবন্ধু  পরিষদের সাধারন সম্পাদক নুর আলমগীর অনু।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.