কালিহাতীতে নদী থেকে বালু উত্তোলন করায় ৩ জনের কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার লৌহজং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (০৮ মে) সকালে উপজেলার চরবাবলা গ্রামে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী তাদের কারাদণ্ড দেন। এ সময় ১৩টি ড্রেজার জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন: সদর উপজেলার রাবনা এলাকার ছালামের ছেলে সংগ্রাম (২৪), ধলাটেংগর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), বাসাখানপুরের জহিরুর ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (২১)।

এ ব্যাপারে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বিটিসি নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।

তিনি বলেন, সংগ্রাম ও জাহিদুল ইসলামকে ৭ দিন করে এবং আব্দুল কুদ্দুসকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর টাঙ্গাইল প্রতিনিধি মো, সেলিম রেজা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.