কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা

(কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে ঈদের নামাজ চলাকালে প্রেসিডেনশিয়াল প্যালেসের কাছে রকেট হামলা হয়েছে। কারা এঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।
আজ মঙ্গলবার (২০ জুলাই) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, দেশটির অভ্যন্তরীণ বিষয় সংক্রান্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মীরওয়াইস স্ট্যানিকজাই জানিয়েছেন, প্যালেসের বাইরে তিনটি রকেট আঘাত করে। এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর জানা যায়নি।
জানা গেছে, প্যালেসের প্রাঙ্গনে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছিল। এখানে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানিও উপস্থিত ছিলেন। বিস্ফোরণের শব্দ হলেও নামাজ চলমান থাকে। পরে ঘানি বাইরের এক পোডিয়াম থেকে ভাষণ দেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.