কাবুলের জাদুঘর রক্ষায় বাহিনী মোতায়েন করল তালেবান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ক্ষমতা দখলের পর আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান। আগেরবারের মতো বিভিন্ন সাংস্কৃতিক নিদর্শন ধ্বংসের অভিযোগ থেকে নিজেদের বাচাতে চায় সংগঠনটির নেতারা।
আফগানিস্তানের জাতীয় সংগ্রহালয়ের পরিচালক মোহাম্মাদ ফাহিম রহিমি বৃহস্পতিবার জানিয়েছেন, কাবুলে জাতীয় সংগ্রহালয়ের বাইরে সশস্ত্র পাহারা বসিয়েছে তালিবান।
সেই সঙ্গে তাদের প্রতিশ্রুতি, আফগানিস্তানের সাংস্কৃতিক ঐতিহ্যের নমুনাবহনকারী নিদর্শনগুলো রক্ষা করা হবে। এ নিয়ে বুধবার তালিবান নেতাদের সঙ্গেও আলোচনা হয়েছে তার।
রহিমি জানিয়েছেন, কাবুলে ন্যাশনাল মিউজিয়াম অব আফগানিস্তান ভবনের দরজায় রক্ষী মোতায়েন করেছে তালেবান। ওই সংগ্রহালয়ে রাখা মহামূল্যবান সামগ্রী লুঠপাটের হাত থেকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত সপ্তাহে সংবাদমাধ্যমে তালেবান মুখপাত্র সুহাইল শাহিন আশ্বাস দিয়েছিলেন, ‘আফগানিস্তানের বৌদ্ধদের স্থানগুলোর (ধ্বংস হওয়ার) কোনো ঝুঁকি নেই।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.