স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হিন্দু মহাজোট নেতাদের বৈঠক

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। গতকাল শনিবার (২১ আগস্ট) রাতে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিকের সই করা  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে মহাজোটের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য দেশের বিভিন্ন স্থানে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রাদয়ের বাড়িঘর-মঠ-মন্দির দখল-বেদখল, ভাঙচুর, লুঠপাঠসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে দমন নিপীড়ন ও শারীরিক নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। সরকার যাতে কঠোর আইন প্রয়োগ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, সে ব্যাপারে মহাজোটের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
এ সময় স্বরাস্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনও মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে দেশের যে কোনও স্থানে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক অপশক্তির হামলা নির্যাতন আমরা কঠোরভাবে দমন করি।’
তিনি হিন্দু মহাজোট নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারও আপনাদের অবস্থান থেকে যে কোনও ধরনের সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবেন।’
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির কো- চেয়ারম্যান ও ঢাকা-৪ আসানের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন। এছাড়া মহাজোটের নেতাদের মধ্যে অংশ নেন, হিন্দু মহজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দিনবন্ধু রায়, সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, যুগ্ম মহাসচিব সাংবাদিক সুজন দে, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতীভা বাগচী, আন্তর্জাতিক সম্পাদক নরেশ চন্দ্র হালদার, ঢাকা মহানগর হিন্দু মহাজোটের সভাপতি ডিকে সমির, নির্বাহী সভাপতি অখিল বিশ্বাস ও ছাত্র মহাজোটের সভাপতি সাজেন কৃষ্ণ বল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.