কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা ফখরুল

বিশেষ (ঢাকা) প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘মন্ত্রিত্ব ও সংসদ সদস্য থেকে পদত্যাগ করেন। আসুন- আপনি নৌকার জন্য নির্বাচনী কাজ করুন, আর আমি ধানের শীষের জন্য করি। লেট আস ফেস দ্যা চ্যালেঞ্জ। দেখা যাক জনগণ কার দিকে থাকে।’

তিনি বলেন, ‘গতকাল খুব দুঃখ করে ওবায়দুল কাদের বলেছেন, যদি ফখরুল ইসলাম নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? আপনি ১০০ বার পারবেন। এই মুহূর্তে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করুন। আসুন একসঙ্গে আমরা নির্বাচন করি। আইন বলে, আপনি মন্ত্রী বা এমপি থাকলে নির্বাচনের প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

নির্বাচনে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে ক্ষমতা থেকে নেমে আসুন। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন। নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন করুক। সেই নির্বাচনে যদি আপনারা জেতেন, তাহলে মাথা পেতে নেবে।’

বিএনপি’র মহাসচিব বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রকে সমাহিত করা হয়েছে। আজকে আপনারা উৎসব পালন করছেন, খুব ভালো কথা। কিন্তু বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে আপনারা উৎসব করছেন। এ দেশের মানুষকে অসুস্থ রেখে তাদের এ উৎসব কতটুকু ফলপ্রসূ হবে, সেটাই ভেবে দেখতে হবে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.