কসবায় চেয়ারম্যান প্রার্থী গ্রেপ্তার

বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী, দুইবারের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন ভূঁইয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, ২০১৯ সালে অবহেলাজনিত মৃত্যুর একটি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি তিনি। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা অভিযোগ করেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ইউনিয়নে অনেক জনপ্রিয়। এতে ঈর্ষান্বিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁইয়া বিটিসি নিউজকে বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ২০১৯ সালে করা অবহেলাজনিত মৃত্যুর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানা থাকলে এত দিন গ্রেপ্তার না করে নির্বাচনের আগে কেন করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে ওসি আলমগীর বলেন, ‘আগে খুঁজে পাইনি তাঁকে।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.